জিএম মামুন নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহার আলীর নেতৃত্বে অনুমোদন বিহীন ৩ টি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার ভূমি আজাহার আলীর ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় কৃত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার গুলো হলো নলতার ডাঃ অনন্যা ওরফে মাসুম পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অনুমোদন ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে ৫০ হাজার, আব্দুল বারীর নলতা আহছানিয়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার এবং মৌতলা বাজারে অবস্থিত ডিজিটাল ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল কবিরের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহার আলী, ভোক্তা৷ অধিকারের সাতক্ষীরার সহকারী পরিচালক নাজমুল হাসান এবং উপজেলা স্বাস্থ্য সহকারী পরিদর্শক আব্দুস সোবহানের নিয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের আভি্যানিক দল অভিযান পরিচালনা করে এ জরিমানার টাকা আদায় করা হয়।
এছাড়া ও প্রয়োজনীয় জরুরী ভাবে নেই কোন ডাক্তার, নার্স, প্যাথলজিস্ট ও অনুমোদন বিহীন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গুলো দেখে মনে হয় রাজা বাদশাদের অন্দরমহল ঢাকা শহরের নামি দামী ভিআইপি ক্লিনিকের সাথে তাল মিলিয়ে পরীক্ষা-নিরীক্ষায় এবং এক্স-রে রিপোর্ট সহ অপারেশনে মানুষকে ঠকিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা তার মধ্যে অন্যতম কালীগঞ্জের পাওখালিতে অবস্থিত “লাইভ কেয়ার” হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এছাড়াও অল্পজ্ঞানে ভয়ংকারী হলে ও ক্লিনিক মালিককে কর্মচারীরা স্যার বলে সংবর্ধনা করে।
অন্য ক্লিনিক গুলো মহৎপুর এ্ আলী ক্লিনিক, নূর মোহাম্মদের নূহা প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শের আলী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নলতা মহিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয় সড়কে আলোর দিশা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শেরে বাংলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার, ফ্যামিলি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার, নাহার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং নলতা ডায়াবেটিক হাসপাতাল। ব্যাঙের ছাতার মত উপজেলা জুড়ে গড়ে ওঠা এই সমস্ত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সাইনবোর্ড সর্বস্ব ডাক্তার, নার্স এবং প্যাথলজিস্ট এর ব্যবহার করে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে প্রতিদিন চিকিৎসার নামে অপ চিকিৎসা করে প্রতিনিয়ত প্রতারিত করে টাকা আদায় করে আসছে।