কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২

মো. শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে পৃথকস্থানে ট্রেনে কাটা পড়ে কলেজ শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পুংলী এবং মগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে চায়না আক্তার (২৫) সদর উপজেলার গালা গ্রামের নূরনব্বীর মেয়ে। চায়না আক্তার ভূঞাপুর ইব্রাহীম খাঁ কলেজের অনার্স শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। 

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আকবর এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুংলী এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

তিনি আরো জানান, অপরদিকে মগড়া এলাকায় এক ব্যক্তি সকাল ১১টার দিকে ট্রেনের নিচে কাটা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করে। দুপুরের দিকে আহত ব্যক্তি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।