কালিগঞ্জ দুদলী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও পোশাক বিতরণী অনুষ্ঠানে-প্রধান অতিথি হাফেজ মোঃ খাইরুল বাশার
-
- জিএম মামুন নিজস্ব প্রতিনিধি
- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুদলী দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় এক অভিভাবক সমাবেশ আইডি কার্ড ও পোশাক বিতরন অনুষ্ঠিত হয়।
- মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় দারুন আরকাম ইবতেদায়ী মাদ্রাসার সভাপতি ইউপি সদস্য জিএম আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান শিক্ষক বেলাল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় সহকারী শিক্ষক হাফেজ মোঃ মনজুরুল আলমের সঞ্চালনায়।
- প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জননেতা দানবীর হাফেজ মোঃ খাইরুল বাশার
- বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের কালীগঞ্জের ফিল্ড সুপারভাইজার মোঃ আজিজুর রহমান আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জের ইসলামী ফাউন্ডেশন এর মডেল কেয়ারটেকার মোঃ নুর ইসলাম হোসেন,
- গণশিক্ষার ফিল সুপারভাইজার মোঃ আশরাফুল হোসেন, জিএম মমতাজ উদ্দিন,জি এম রফিকুল ইসলাম, সাংবাদিক জিএম মামুন প্রমূখ।
- প্রধান অতিথি দানবীর জননেতা হাফেজ মোঃ খাইরুল বাশার দারুন আরকাম মাদ্রাসার ৪২ জন ছাত্র-ছাত্রীদের মাঝে নিজস্ব অর্থায়নে পোশাক বিতরণ করেন। তিনি তার বক্তব্যে আরো আশ্বস্ত করেন মাদ্রাসার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষকদের জন্য সুপ্রিয় পানি ব্যবস্থা করবেন। মাদ্রাসার বিভিন্ন সময় অনুষ্ঠান এর জন্য সাউন্ড সিস্টেম বক্স ক্রয় করে দিবেন। সামনে শীতের সকালে কোমলমতি শিশুদের সকালে কুরআন শিক্ষার চলাকালীন যেন ঠান্ডা না লাগে সেজন্য কার্পেটিং এর ব্যবস্থা করবেন। তিনি আরো বলেন খুবই অল্প সময়ের ভিতরে দারুস আরকাম মাদ্রাসার প্রধান শিক্ষক বেলাল হোসেনের সাথে পরামর্শ করে নতুন এবং পুরানো সকল কোমলমতি শিশুদের পুনরায় আরও এক সেট স্কুল ড্রেস সকল ছাত্র-ছাত্রীদের মাঝে দেবেন বলে আশ্বস্ত করেন।