কালিগঞ্জ উজয়মারী ৮ দলীয় কেরাম বোর্ড প্রতিযোগিতায় সোনাতলা সেলিম, শরিফুল জুটি চ্যাম্পিয়ন

জিএম মামুন নিজস্ব প্রতিনিধি

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী যুব সংঘ ক্রিয়া পরিষদ কর্তৃক আয়োজিত ৮ দলীয় নক আউট কেরাম বোর্ড টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ ঘটিকা হইতে উজয়মারী যুবসংঘের আয়োজনে সুজন টি স্টোরের প্রাঙ্গণে সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সেরা কেরাম বোর্ড খেলোয়াড়দের সমন্বয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। উজয়মারী যুব সংঘের ক্যারামবোর্ড খেলার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম মনির ধারাভাষ্য এবং সঞ্চালনায় কেরাম বোর্ড প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজার সাইদুর বস্ত্রালয়ের শর্ত অধিকারী ব্যবসায়ী মোঃ সাইদুর রহমান, মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী ৭ নন্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সুরাত আলী মোড়ল, সাধারণ সম্পাদক জিএম আব্দুল মজিদ ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সংগঠনিক সম্পাদক মোঃ মজিবর রহমান মজু, ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম,দুদলী ৮ নান্বর ওয়ার্ডের ইউপি সদস্য সদস্য জি এম আব্দুল জলিল, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ ঘোষ বাবু, মোঃ রফিকুল ইসলাম ডাঃ সফিউল্লাহ,কালিগঞ্জ চৌমুনী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, বিএনপি নেতা রফি তরফদার, আলহাজ্ব পিয়ার আলী, রাজ্জাক তরফদার,
কেরাম বোর্ড প্রতিযোগিতার সার্বিক আয়োজনে, জিএম নাঈম মাহমুদ, মিয়ারাজ হোসেন সাদ্দাম, আবু হাসান, রাজ্জাক তরফদার আব্দুর রহমান সুজন, হাফিজুর রহমান, জিএম ইমরান, আরিজুল ইসলাম বাবু, ব্যবসায়ী মামুন, প্রমূখ।

কেরাম বোর্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কালিগঞ্জ সোনাতলা থেকে আগত সেলিম শরিফুল জুটি এবং রানার্সআপ কালিগঞ্জ গণপতি থেকে আগত শাহ আলম বাপ্পি জুটি। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ জুটির হাতে পুরস্কার উঠায়ে দেন পরিচালনা পরিষদ এবং অতিথি বিন্দুরা।