কালিগঞ্জ উজয়মারী ৮ দলীয় নকআউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উজয়মারী ক্রিয়া পরিষদের আয়োজনে ৮ দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শ্যামনগরের কামরুল, টিটু দল।

পহেলা জানুয়ারি সোমবার ২০২৪ বছরের শুরুতে উজয়মারী ক্রিয়া পরিষদের সভাপতি মোঃ শিহাব হোসেনের’সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হৃদয়’ক্রিয়া সম্পাদক মোঃ আব্দুর রহমান সুজন সহ সকল সদস্যদের আয়োজনে ৮ দলীয় রাতব্যাপী নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়।
ব্যাডমিন্টন টুর্নামেন্টের মোঃ মনিরুল ইসলাম মনির সার্বিক তত্ত্বাবধানে হাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের সভাপতি এস এ এম আশিক মাওলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ কারবালা হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মথুরেশপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান-২) জিএম আব্দুল জলিল,৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেবাশীষ ঘোষ বাবু, নাজিমগঞ্জ মেসার্স সাইদুর বস্ত্রালয়ের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুর রহমান, শিক্ষক আজিজুল ইসলাম হক, দৈনিক আমাদের দেশ পত্রিকার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক জিএম মামুন, ব্যবসায়ী রেজাউল ইসলাম, ব্যবসায়ী আব্দুল সালাম, হাবিবুর রহমান হবি তরফদার, রাজ্জাক তরফদার।
আট দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল শ্যামনগর কামরুল, টিটুর হাতে পুরস্কার তুলে দেন নাজিমগঞ্জ বাজারের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সাইদুর বস্ত্রালয়ের ব্যবস্থাপনার পরিচালক মোঃ সাইদুর রহমান।