স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামে
জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দেওয়া বিষে ১ বিঘা জমির ধান গাছ পুড়ে নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এবিষয়ে ভুক্তভোগী কৃষক মোঃ আবুল কালাম বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত সোমবার (১৭ আগস্ট )গভীর রাতে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায় কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে কৃষক আবুল কালাম মোড়ল (১৭ আগস্ট)তার জমিতে ধান রোপণ করেন। ওই দিন গভীর রাতে তার প্রতিপক্ষ গণেশপুর গ্রামের মৃত আহাম্মদ আলী গাজীর ছেলে আব্দুর রাজ্জাক, শহিদুল ইসলামের ছেলে হোসেন শেখ,গান্ধুলীয়া গ্রামের কাদের ও শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের শেখ নুর আলীর পুত্র শেখ আরিজুল ইসলামকে তার জমির ধান ক্ষেতে বিষ প্রয়োগ করতে দেখেন। সাথে সাথে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে। এসময় তারা ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায়। পরের দিন সকালে জমিতে যেয়ে দেখেন তার ১ বিঘা জমির ধান গাছ লাল হয়ে মারা যাচ্ছে। এবিষয়ে তিনি কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মণ্ডলের কাছে মুঠোফোনের মাধ্যমে জানতে চাইলে তিনি দৈনিক আমাদের দেশ পত্রিকার প্রতিনিধিকে বলেন,বিষয়টা ফৌজদারি অপরাধ তিনি কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করে তদন্ত টিম গঠন করবেন। এছাড়া তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।