অনলাইন ডেস্ক :মানুষ মানুষের জন্য ভালবাসা সবার জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈদ আনন্দ সবার মাঝে বিলিয়ে দেওয়া লক্ষ্যে আজ রাতে আফতাবনগর “ভোরের সাথী শরীরচর্চা অঙ্গনে” ভোরের সাথীগণ ঈদ আনন্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করতে আফতাবনগর এলাকায় “আড্ডার মোর” ভোরের সাথীগণ সকলে একত্রিত হয় এবং ঈদের কুশল বিনিময় করেন এই সময় উপস্থিত ছিলেন ভোরের সাথী শরীরচর্চা অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ট্রেইনার মোঃ আলাউদ্দিন সাহেব এছাড়া ও উপস্থিত ছিলেন অন্যতম সম্মানিত সদস্য শহিদুল ইসলাম ,সাজ্জাদ সাহেব ,ইউসুফ সাহেব,তারেক সাহেব,বাবু সাহেব,আবুল কাশেম ও যুবরাজ খান। পরিশেষে ভোরের সাথী শরীরচর্চা অঙ্গনের সকল সম্মানিত সদস্যগণ প্রিয় ভালোবাসার ভোরের সাথী সংগঠনের পক্ষ হতে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।