আশুলিয়ার কাঠগড়া বাজারে ত্রী-খন্ডিত নারীর লাশের পরিচয় সনাক্ত

মোঃ রাকিবুল ইসলাম রঞ্জু:সাভার আশুলিয়ার কাঠগড়া বাজার চৌরাস্তা এলাকায় পরিত্যক্ত পৃথক দুটি কাগজের কার্টুন থেকে মস্তকহীনখন্ডিত মরদেহের পরিচয় সনাক্ত করেছে পিবিআই।এছাড়া ঢাকা জেলা পিবিআই বলেন,মস্তকহীন খন্ডিত নারীর লাশের আংগুলের ছাপ সংগ্রহ করার পর ওই নারীর পরিচয় সনাক্ত হয়।নিহতের নাম লাভনী আক্তার (২ঌ)তিনি নরসিংদী জেলার পলাশ থানার কাজৈর গ্রামের মোঃ হাজীবর মিয়ার মেয়ে।গত(৩ই অক্টোবর ২০২৪ইং)বৃহস্পতিবার ওই নারীর ত্রী-খন্ডিত মস্তকবিহীন লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।তবে এঘটনায় ওই নারীর মাথার খোঁজ করছে পুলিশ।এদিকে দোকানের মালিক জমির উদ্দিন বলেন,আমি কাপড়ের দোকান করি।সকালে দোকান বন্ধ করে বিক্রির জন্য কাপড় কিনতে ঢাকায় গিয়েছিলাম।বিকেল ৪ ঘটিকার দিকে দোকান খুলতে এসে দেখি দোকানের সামনে দুটি কার্টুন পড়ে আছে।পরে স্থানীয়দের জানালে পরে তাদের সন্দেহ হলে সংশ্লিষ্ট আশুলিয়া থানায় খবর দেওয়া হলে ,ঘটনা স্থলে পুলিশ এসে কার্টুন খুলে দেখতে পায় মস্তকবিহীন ত্রী-খন্ডিত এক নারীর লাশ,পরে পুলিশ কার্টুন দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়,আমি এর বেশি কিছুই জানি না।তাছাড়া এলাকার প্রত্যক্ষদর্শী স্থানীয়দের তথ্যসূত্র থেকে পুলিশের বরাত দিয়ে আমাকে জানানো হয়,তবে এলাকার প্রত্যক্ষদর্শী স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকার একটি দোকানের সামনে থাকা চৌকির নিচে থেকে একটি ও চৌকির ওপর থেকে একটি পৃথক দুটি কাগজের কাঠুন উদ্ধার করা হয়। কার্টুনের একটি খুলে নারীর মস্তক বিহীন দুই পা বিচ্ছিন্ন করা মরেদহ পাওয়া যায়।অপর কাঠুন খুলে বিচ্ছিন্ন করা দুই পা উদ্ধার করা হয়।এবিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক(তদন্ত ওসি) কামাল হোসেন সাংবাদিকদের বলেন,আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে মস্তক বিহীন নারীর ত্রী-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।কে বা কারা হত্যা করে ওই স্থানে কার্টুন ফেলে গেছে তা খতিয়ে দেখছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন(পিবিআই)এদিকে আশুলিয়া থানার উপ পরিদর্শক প্রবীর ভট্টাচার্য সাংবাদিকদের বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি কার্টুন বক্স উদ্ধার করে যৌথবাহিনীর উপস্থিতে খুলা হয়।একটি বক্সে গলা থেকে কোমর পর্যন্ত অপর একটি বক্সে দুই পা ছিল।তবে এখনও মাথার অংশ পাওয়া যায়নি।তিনি আরও বলেন,মাথার অংশের খোঁজ চলছে।আপাতত নিহত নারীর পরিচয় মিলেছে।তাছাড়া আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।