মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
বাংলাদেশের সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দলিত নারী ও শিশুর সামাজিক সুরক্ষা শক্তিশালী করা। এ লক্ষ্যকে সামনে রেখে বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে, সোমবার (১২ফেব্রুয়ারী)-২০২৪ মানুষের জন্য ফাউন্ডেশন (MJF) এর সহযোগিতায়, গ্লোবাল এ্যাফেয়াস কানাডা (GAC) এর অথায়নেউদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন আশাশুনি উপজেলা নিবাহী কর্মকর্তা রনি আলম নূর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান, উপজেলা মহিলা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় সভাপতি মোঃ হান্নান ইসলাম, ইউনিয়ন পরিষদ সদস্য (৬, ৭, ৮ নং ওয়ার্ড) এর প্রতিনিধি স্বাস্খ্য পরিদশক মোঃ আবু মুছা, বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম। উক্ত ম্যাচ টি পরিচালনা করেন আশাশুনি সরকারী মাধ্যমিক বিদ্যালয় বি.পি. এড শিক্ষক মোঃ আনিছুর রহমান। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নিবাহী পরিচালক জনাব শ্যামলী দাশ। সমগ্র অনুষ্ঠানের সহযোগিতা করেন বুধহাটা নওয়াপাড়া শে^তপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা কমচারী, ছাত্র-ছাত্রী ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কর্মীবৃন্দ । অনুষ্ঠানে সাংবাদিকগণউপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠান কেন্দ্রিক সার্বিক সমন্বয়কারী ছিলেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন ও সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম অফিসার তীথ কুমার দে।