আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠিত হবে শনিবার

আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট অনুষ্ঠিত হবে শনিবার (৫ জুলাই)। এই সামিটের মূল প্রতিপাদ্য: “মুসলিম বিশ্বে থ্রি-জিরো অর্জনে এনজিও নেতৃত্ব”।রাজধানীর গুলশানে হোটেল বেঙ্গল ব্লুবেরিতে আয়োজিত এই সামিটেড প্রধান অতিথি থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু, রেল, বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির কবির খান। এছাড়া উপস্থিত থাকবেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদসহ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, ব্যবসায়ী বিশিষ্ট এনজিও নেতৃবৃন্দ।

 

মুসলিম বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে অর্ধশতাধিক প্রতিনিধি সরাসরি অংশগ্রহণ করবেন এবারের সামিটে। এর আয়োজক বেসরকারি ও সামাজিক উন্নয়ন সংস্থা এবং একাধিক উন্নয়ন সহযোগী সংগঠন। এই সামিট উপলক্ষে ছওয়াব প্রধান কার্যালয়ে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে আশাবাদ জানানো হয়, ‘আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিট হবে মুসলিম বিশ্বে থ্রি-জিরো বাস্তবায়নের জন্য মাইলফলক’। সংবাদ সম্মেলনে ছওয়াবের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদারের পরিচালনায় লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছওয়াব চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান।

 

আয়োজক সংগঠনের প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত ছিলেন- মুসলিম এইড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, ছওয়াবের জিএম-(এমএফপি) আবুল হাসান, ডেপুটি ম্যানেজার সিরাজুল ইসলাম, মো. রকিবুল ইসলাম, আবু সাঈদ মোল্লা এবং সিনিয়র অফিসার বোরহান উদ্দিনসহ অন্যরা।