নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য দিবস (১০ অক্টোবর) উপলক্ষে গত ১৪ অক্টোবর মঙ্গলবার স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে নরসিংদীর বেলাবো উপজেলার ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ে স্কুল পর্যায়ে দিনব্যাপী কাউন্সেলিং অনুষ্ঠিত হয়।
ভাব বাংলাদেশের কর্মকর্তা এম.এম আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক। ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার ভূপতি রঞ্জন সূত্রধর।
সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য তিন পর্বে কাউন্সেলিং অনুষ্ঠিত হয়।
ধুকুন্দি উচ্চ বিদ্যালয়, চর আমলাব উচ্চ বিদ্যালয়, হাড়িসাঙান উচ্চ বিদ্যালয় ও বারৈচা উচ্চ বালিকা বিদ্যালয় – এই ৪টি বিদ্যালয় থেকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পর্বে ৪০জন শিক্ষার্থী, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত দ্বিতীয় পর্বে ২৪জন অভিভাবক এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তৃতীয় পর্বে ২৫জন শিক্ষক অংশগ্রহণ করেন।
মানসিক স্বাস্থ্য সম্পর্কে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং শিক্ষকদের বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করেন কনসালটেন্ট সাইকোথেরাপিস্ট এবং প্রশিক্ষক মোহাম্মদ মকসুদ মালেক।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রথমবারের মত এ ধরনের কাউন্সেলিং-এর আয়োজন করায় অংশগ্রহণকারী ৪টি স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ভাব বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতে এ ধরনের আরো অনুষ্ঠানের প্রত্যাশা জ্ঞাপন করেন।