আনিছুর রহমানের “ভাবনায় ভালোবাসা”

ভাবনায় ভালোবাসা
মোঃ আনিছুর রহমান

হাজার তারার ভীড়ে, তুমি তারার আলো।
লিখছি মনের কথা, ভাবনায় যখন এলো।
মাঝে মাঝে ভাবি, তোমায় পেলে সুখি।
আমি হারিয়ে যাই, যখন তোমায় দেখি।
কথায় কথায় পড়ে মনে, ভেবে দেখনা জানি।
তাকায় থাকা শূন্য হৃদয়, ভাবে তোমার কাহিনি।
রক্তের বিনিময়ে হয় না, আত্মার বন্ধন ভাবিনি।
ঋতুরাজ বসন্তে মন রাঙিয়ে, দিয়েছেলে প্রাণবন্ত হাসি।
তুমি চেয়েছিলে হারায় যেতে, আমি বলেছিলাম ভালোবাসি।