মাঝ বৈশাখেও মানুষজন গরমের আবহাওয়া (Weather) অনুভব করতে পারছেন না। আবহাওয়ার পারদ বাড়ার বদলে বেশ কিছুদিন ঝড় বৃষ্টির কারণে নিম্নমুখী ছিল। প্যাচপ্যাচে গরম অনুভূত হলেও, চাদিফাটা গরম পড়েনি এখনও। বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে এবছর প্রবল গ্রীষ্মের মধ্যেও বিরাজ করছে বর্ষার মরশুম। সপ্তাহভোর বেশ কয়েকটি জায়গায় চলবে টানা বৃষ্টি, জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather office)।
আবহাওয়া পরিবর্তনের কারণ
গত কয়েকদিন ধরেই আন্দামান সাফরে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে, ভরা বৈশাখেও তাপমাত্রার পারদ সর্বাধিক রেখা ছুঁতে পারছে না। আবার ঘূর্ণিঝড় আম্ফানের আগমনের কারণে, বাতাসে আদ্রতা অপেক্ষা জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি রয়েছে। যার কারণে মঙ্গল, বুধবার প্রবল ঝড় বৃষ্টিসহ কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে।
শহরের তাপমাত্রা
গতকাল কলকাতা শহরের সকালে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলবার তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাস্প থাকার দরুণ বেশ কয়েটি জায়গায় হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস।
ঝড়ের মাঝেও তাপমাত্রা বৃদ্ধির সংকেত
আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন যে, এবছর গরম বাড়বে। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে কিছু কিছু অঞ্চলে। কিছু কিছু জায়গায় ১ ডিগ্রির থেকেও বেশি বৃদ্ধি পাবে। তবে তাপমাত্রার পারদ ওঠা নামা করবে। যার দরুণ তাপমাত্রা বাড়বে, আবার কমবেও। একটানা বেশি গরম পড়বে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এই বিষয়টাও কিছু প্রকাশ পাচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে, আবার ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে।