ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ সাধারণ সম্পাদক মাহফুজ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৯

রাকিবুল ইসলাম রঞ্জু স্টাফ রিপোর্টার:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঢাকা জেলা ছাত্রদলের উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। ৬ জানুয়ারি ২০২৫ তারিখে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।ঢাকা জেলা ছাত্রদলের (উত্তর) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তামিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইসমাইল হোসেন সুমন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব খন্দকার , যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সুজন শিকদার এবং সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল হক সৌরভ মনোনীত হয়েছেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ ঘোষণার মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।উল্লেখ্য, কেন্দ্রীয় নেতাদের অনুমোদনের মাধ্যমে এ কমিটিগুলো গঠিত হওয়ায় সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ