হাতীবান্ধায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ, অতঃপর ৪ ঘন্টার পর উদ্ধার
মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে মোহাম্মদ আজাবুদ্দি (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকালের দিকে মোহাম্মদ আজাবুদ্দি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়, পরে ৪ ঘন্টা খোঁজাখুজির পর তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যু মোহাম্মদ আজাবুদ্দি পশ্চিম বেজগ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। স্হানীয় সুত্রে জানা যায়, মোহাম্মদ আজাবুদ্দি প্রতিদিন পুকুরে গোসল করতে যায়, আজ বিকালে গোসল করতে যান, পরে বাড়ি ফিরে না আসায়, বাড়ির লোকজন খুঁজতে গিয়ে দেখেন তার কাপড় পুকুরে পাড়ের উপরে পড়ে আছে, কিন্তুুক তাকে কোথায় পাওয়া না গেলে, হাতীবান্ধা ফায়ারসার্ভিসকে খবর দিলে, ফায়ারসার্ভিসের উপস্থিততে স্হানীয় কয়েকজন পুকুরে খুঁজে বৃদ্ধের লাশ উদ্ধার করেন। এবিষয়ে উদ্ধার কারী আব্দুর সালাম বলেন,আমাকে খবর দেওয়া মাত্র, আমি সেখানে গিয়ে পুকুরে নেমে ডুবাডুবি করে, মৃত্যু মোহাম্মদ আজাবুদ্দিকে উদ্ধার করি।