জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কোর্স উদ্ধোধনী অনুষ্ঠান
নিউজ ডেস্কঃ- সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুব সমাজকে কর্মমুখী করে তুলতে নিরলস ভাবে কাজ করছেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। আজ বেলা ১১টায় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়াম হলে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তিনটি কোর্সের নবাগত প্রশিক্ষণার্থীদের” প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন, যুব উন্নয়ন ইনস্টিটিউটের রেজিস্টার (যুগ্ম সচিব) সৌরেন্দ্র নাথ সাহা।। উদ্বোধনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে প্রশিক্ষণটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন,ইনস্টিটিউট মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) ও অনুষ্ঠান সভাপতি তাহের মুহাম্মদ মাসুদ রানা, এ ছাড়া উপস্থিত সকল প্রশিক্ষণার্থী ও ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এসময় আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপ-পরিচালক( প্রশাসন ও অর্থ) নাহিয়ান আহমেদ, উপ-পরিচালক ( প্রশিক্ষণ ও গবেষণা) রেবিকা সুলতানা, ইনস্টিটিউটের প্রভাষক ( ইংলিশ ল্যাঙ্গুয়েজ) সুইটি আকতার, ইন্সপেক্টর ইমরুল হাসান প্লাবন,ইন্সপেক্টর কামরুল হাসান বাপ্পিসহ সকল নবাগত প্রশিক্ষনার্থীবৃন্দ।। এ সময় সকল উপস্থিত ব্যক্তিবর্গ ও প্রশিক্ষনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা যায়। মূলত ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, রিসিপশন এন্ড কাস্টমার এ তিনটি শর্ট কোর্সে নবাগত শিক্ষার্থীদের কোর্সটি আজ উদ্বোধন করা হয়। উল্লেখ্য,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন ইনস্টিটিউট পরিচালিত । যুব বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অত্র প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ ব্যাপক অবদান রেখে আসছে।। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাভার এলাকায় অত্যন্ত মনোরম পরিবেশে আবাসিক ব্যবস্থাপনা নিয়ে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সকল প্রশিক্ষণ কার্যক্রম সরকারি অর্থায়নে পরিচালিত হয় ।।