আত্রাই বন্যার্তদের সাহায্যে সহযোগিতা করতে শিক্ষার্থীদের অর্থ সংগ্রহ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

স্টাফ রিপোর্টার নওগাঁ সংবাদদাতা:বাংলাদেশের আকর্ষিক বন্যায় কবলিত ক্ষতিগ্রস্হ্য মানুষদের সাহায্যে নওগাঁর আত্রাই উপজেলার একদল তরুণ সচেতন শিক্ষার্থীরা বিভিন্ন বাজারে অর্থ সংগ্রহ করেছে। সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা। বান ভাসির মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্য উপজেলার সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরএকটি দল এলাকার রাস্তায় চলাচলকারী বিভিন্ন গাড়ির যাত্রী ও বাজারের ক্রেতা বিক্রেতার কাছ থেকে দেশের বন্যা কবলিত ১৩ টি জেলার জনগণের দুর্ভোগের কথা ভেবে মোট ৭ হাজার ১২৫ টাকা সংগ্রহ করেন।হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী
লিমন,মিনহাজ, রুপা,সৌরভ,শাকিলা সহ তার সহপাঠীর একটি দল বাজারে ও রাস্তার বিভিন্ন পয়েন্ট থেকে টাকা গুলো সংগ্রহ করেন।কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ডকলেজের বেশ কয় জন শিক্ষক ও প্রভাষক তাদের সাধুবাদ জানিয়ে সার্বিক সাহায্যে সহযোগিতা করেন। উক্ত টাকা সরকারী কোষাগারে জমা করেন।

এই বিভাগের আরও সংবাদ