রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল এর পক্ষ হতে অসহায় এবং এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করা হয়
রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল এর পক্ষ হতে আজ বিকাল ৫ ঘটিকায় জাবির মেডিকেল কনসালটেন্ট সেন্টার এর সৌজন্যে এবং জাতীয় পর্যায়ের সংগঠন নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) সার্বিক সহযোগিতায় অসহায় এবং এতিম মাদ্রাসার শিক্ষার্থী , শিক্ষকদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ দেওয়া হয়। এই সময় রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল এর মেম্বার , জাবির মেডিকেল ও জাতীয় পর্যায়ের সংগঠক নিরাপদ চিকিৎসা চাই(নি চি চা) এর চেয়ারম্যান জনাব যুবরাজ খান উপস্থিত ছিলেন এবং তিনি জানান রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল দেশের দূরসময়ে অসহায় সাধারণ মানুষদের পাশে থেকে কাজ করে যাচ্ছে,কাজ করছে এতিম মাদ্রাসার শিক্ষার্থী সহ হাসপাতালে থাকা অবহেলিত রোগীদের জন্য এছাড়া এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য মাস ব্যাপী জাবির মেডিকেল কনসালটেন্ট সেন্টারের পক্ষ হতে বিনামূল্যে চিকিৎসা কার্ড ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
জনাব যুবরাজ খান জানান বাংলাদেশের অন্যতম জাতীয় পর্যায়ের অরাজনৈতিক সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই ( নি চি চা) যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ দের নিয়ে, রাজ পথে বাংলাদেশের প্রায় ৩৫ টি জেলায় চিকিৎসাখাত দূর্নীতি মক্ত এবং উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে, বিশেষ করে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থী সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরকারি ভাবে স্বাস্থ্য বীমা
কার্ড বাস্তবায়ন করার জন্য নিরাপদ চিকিৎসা চাই ( নি চি চা) রাজ পথে আন্দোলন করে যাচ্ছে।
এছাড়া ও বলেন রোটারি ক্লাব অব বারিধারা সেন্ট্রাল এর সাবেক ও বর্তমান সম্মানিত প্রেসিডেন্ট,মেম্বারগণ সম্মিলিত ভাবে আত্মমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখে বাংলাদেশের সকল জেলার মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এবং এই ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা নিয়মিত চলমান থাকবে।