স্বাস্থ্য উপদেষ্টার নিকট অবহেলিত বেদে সম্প্রদায়ের জন্য সরকারি ভাবে বিনামূল্যে চিকিৎসা কার্ড প্রদানের দাবি জানান জাতীয় পর্যায়ের সংগঠন নিরাপদ চিকিৎসা চাই(নিচিচা)এর চেয়ারম্যান যুবরাজ খাঁন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) এর ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির বাৎসরিক কর্মসূচী হিসেবে আগস্ট মাস ব্যাপী ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্প ,ঔষুধ বিতরণ বিভিন্ন স্থানে চলমান রয়েছে , যেখানে অবহেলিত মাদ্রাসার শিক্ষার্থী,তৃতীয় লিঙ্গ,বেদে সম্প্রদায় ও বুদ্ধি প্রতিবন্ধী মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) সামাজিক সংগঠন ও জাবির মেডিকেল কনসালটেন্ট সেন্টার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব যুবরাজ খান জানান ,আজ আমরা বেদে সম্প্রদায় এর মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও চিকিৎসা কার্ড দিচ্ছি। একই ভাবে এই উদ্যোগ অবহেলিত মানুষ গুলোর জন্য সরকারি ভাবে নিতে হবে এছাড়া সরকারি ভাবে চিকিৎসা ও চিকিৎসা কার্ড তাদের অতি প্রয়োজন। বেদে সম্প্রদায় এর মধ্যে রয়েছে বিভিন্ন ধর্মের মানুষ এবং তাদের সন্তানেরা হচ্ছে শিক্ষিত এই সম্প্রদায় মানুষদের ও আগামী প্রজর্মের জীবন বাঁচাতে সরকারি ভাবে উন্নত বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা দ্রুত প্রয়োজন,তাই সরকারের কাছে নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) বছরের পর বছর দাবি করে যাচ্ছে বেদে সম্প্রদায় সহ মাদ্রাসার শিখার্থী ,তৃতীয় লিঙ্গ ,বুদ্ধি প্রতিবন্ধী এই অবহেলিত মানুষ গুলো আমাদেরই ভাই ও বোন জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক তাই লক্ষাধিক বেদে সম্প্রদায়ের মানুষের সুচিকিৎসার দাবিতে নিরাপদ চিকিৎসা চাই ( নিচিচা) সংগঠনের পক্ষ হতে স্বাস্থ্য উপদেষ্টার নিকট দাবি জানান যেন দ্রুত এই অবহেলিত মানুষ গুলোর বিষয়ে সরকার প্রদক্ষেপ গ্রহণ করে।

এই বিভাগের আরও সংবাদ