নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৪ উপলক্ষে কেন্দ্রীয় কমিটির মাস ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া আয়োজন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১০

১৫ আগস্ট ২০১৮ ইং মরহুম জাবির নৌশাদ খানের ভুল চিকিৎসায় মৃত্যুতে১৭ আগস্ট প্রতিষ্ঠিত হয় সামাজিক সংগঠন নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা)বিগত বছর গুলোর মত ষষ্ঠ তম এই বছর মাস ব্যাপী(নি চি চা) অন্যতম কর্মসূচি ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে যেখানে ধর্ম বর্ণ সকল শ্রেণীর মানুষের মাঝে আগস্ট মাস ব্যাপী বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে I এছড়া ও প্রতিবছরের মতো সরকারি হাসপাতালে থাকা অসুস্থ শিশু বাচ্চাদের চিকিৎসা সামগ্রী ,ওষুধ,ফল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছড়া নিরাপদ চিকিৎসা চাই (নি চি চা) সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক উম্মে সালমা,সিনিয়র ভাইস চেয়ারম্যান এইচ এম শিপলু, সিনিয়র ভাইস চেয়ারম্যান জামসেদ আলী খান(কিরণ) দের নেতৃত্বে সমগ্র দেশ ব্যাপী শাখা কমিটির মাধ্যমে ১৮ কোটি জনগণের অন্যতম মৌলিক অধিকার আদায়ে নিরাপদ চিকিৎসা চাই সংগঠন নিয়ে কাজ করে যাচ্ছে ,মরহুম জাবির নৌশাদ খানের ভুল চিকিৎসায় মৃতুতে নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব যুবরাজ খান এর উদ্যোগে ও নিজ অর্থায়নে প্রতিষ্ঠিত হয় মানবিক চিকিৎসা কেন্দ্র জাবির মেডিকেল কনসালটেন্ট সেন্টার যেখানে মাদ্রাসার শিখার্থী,তৃতীয় লিঙ্গ,প্রতিবন্দী শিশু ও মুক্তিযোদ্ধাদের জন্য ২৪ ঘণ্টা অভিজ্ঞ চিকিৎসক দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে এবং বাৎসরিক চিকিৎসা কার্ড প্রদানের মাধ্যমে অবহেলিত মানুষের মাঝে চিকিৎসা পৌঁছানো হচ্ছে , নিরাপদ চিকিৎসা চাই(নিচিচা) জাতীয় পর্যায়ের এই সামাজিক সংগঠনের অন্তভুক্ত Bangladesh Save blood Donate Society (BSBDS) আয়োজনে দেশের বিভিন্ন স্থানে বিনামূল্যে ব্লাড পরীক্ষা সহ ডাইবেটিক্স,প্রেসার বিনামূল্যে পরীক্ষা করে ওষুধ প্রদান করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের আরও সংবাদ