শ্যামনগরে বিজ্ঞান ও রোবটিক্স ক্যাম্প অনুষ্ঠিত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে বিজ্ঞান ও রোবটিক্স ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বরিবার সকাল ৯টায় শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজনে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম লৎফুল আলম, রমজাননগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার আব্দুল আলিম। ক্যাম্প পরিচালনা করেন আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে প্রথম বাংলাদেশী হিসেব দুইটি ক্যাটাগরিতে পদকজয়ী সাদিয়া আনজুম পুষ্প, ভাঙ্গুড়া জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মো. আবুল কালাম আজাদ, একই বিদ্যালয়ের শিক্ষার্থী ঝিনুকমনি, জিম খাতুন, সুমাইয়া খাতুন, প্রিয়ন্তী বিশ্বাস ও জুলিয়া খাতুন ।

- Advertisement -

৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থী ও ৬জন শিক্ষক দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান ও রোবটিক্স ক্যাম্পে অংশ গ্রহণ করেন। ক্যাম্পে শিক্ষার্থীরা রসায়ন রহস্য, আলোক বিজ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের মজার পরীক্ষণ আলোর ঝলক, শব্দশক্তি ও তার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা ও চমৎকার পরীক্ষণ শব্দকল্প, তড়িৎ সৃষ্টি ও তার ব্যবহার তড়িৎ তান্ডব, চম্বুকের রহস্য উন্মোচন ও ব্যবহারে চম্বুকের চমক, মানুষের মনোযোগ স্থিরকরণে ফোকাস চ্যালেন্স গেম, আন্তর্জাতিক মানের রোবট কার ও ফুটবল খেলা, রোবটিক হ্যান্ড তৈরি এবং রোবট শো প্রদর্শনী হয়। ক্যাম্প শেষে ভাব বাংলাদেশের পক্ষ থেকে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শ্যামনগরের শ্রেষ্ঠ বিদ্যালয় কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম , ইংরেজি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, গণিত কল্যাণসুন্দর কয়াল ও কম্পিউটার শিক্ষক সুরঞ্জন কুমার মন্ডল এবং ৫স্কুলের ৫জন শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও সংবাদ