অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ও নওগাঁ জেলা শাখা কর্তৃক ঈদ সামগ্রিক বিতরণ
মোঃ সাইদুল ইসলাম হেলাল জেলা প্রতিনিধি নওগাঁ: অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি ( অসকস বাংলাদেশ) কেন্দ্রীয় কমিটি এবং নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে ১০ এপ্রিল ২০২৪ ইং তারিখ রোজ বুধবার সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ সাইদুল ইসলাম হেলাল এর নেতৃত্বে জেলা কার্যনির্বাহী কমিটির ক্রীয়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ মোক্তার হোসেন এবং মফস্বল সাংবাদিক ইউনিয়নের নওগাঁ জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ খোরশেদ আলম এর তত্ত্বাবধানে জেলা শহরের বিভিন্ন স্থানে অসহায় দুঃস্থ মানুষের মাঝে নিজ হাতে ঈদ সামগ্রী বিতরণ করেন। তাছাড়া সংগঠনের জন্য নিবেদিত প্রাণ জেলা শাখার সম্মানিত ০১ জন সদস্যর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। জেলা শাখাকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক দেওয়া অনুদানের জন্য কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নওগাঁ জেলা শাখার সম্মানিত সভাপতি । তাছাড়া জেলা শাখার পক্ষ থেকে জেলার সভাপতি অনুদান দিয়ে সহযোগিতা করায় জেলা কমিটি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো অসকস যুক্তরাষ্ট্র শাখার সম্মানিত উপদেষ্টা মহোদয়/নেতৃবৃন্দ, কুয়েত শাখার সকল পদবীর নেতৃবৃন্দ/সদস্য বৃন্দ ও অসকস বাংলাদেশ এর যে সকল সন্মানিত নেতৃবৃন্দ/সদস্য বৃন্দ যারা এই মহতী কাজে অনুদান প্রদান করে এবং বুদ্ধি পরামর্শ দিয়ে ঈদ উপহার সামগ্রী অনুষ্ঠান সফল করেছেন। নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি নওগাঁ জেলা , মহান আল্লাহ্ তায়ালার নিকট প্রার্থনা করেন মহান আল্লাহ্ তায়ালা যেন সকলের অনুদানকে সাদকায়ে জারিয়া হিসাবে এবং কেয়ামতের কঠিন সময় নাজাতের উসিলা হিসেবে কবুল করেন, মহান আল্লাহ্ তায়ালা আমাদের সকলের প্রতি সহায় যেন হোন। অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি পরিবারের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সার্জেন্ট ( অবঃ) মোঃ আবু শামা সকল জেলার সাথে ঈদ সামগ্রী বিতরণে সমন্বয়কের দায়িত্ব পালন করেন এই মর্মে তার প্রতি শ্রদ্ধা নিবেদন ও শুভকামনা এবং ভালোবাসা অবিরাম। আশা করি অদূর ভবিষ্যতে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এভাবে অত্র সংগঠন কর্তৃক মানব সেবা মূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সক্ষম হবো ইনশাআল্লাহ। জয় হোক মানবতার।জয় হোক অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি ( অসকস বাংলাদেশ) পরিবারের। নওগাঁ জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি ( অসকস বাংলাদেশ) এর সভাপতি কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।