সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মোঃ তুহিন হোসেন সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল
টেকনোলজিস্ট পরিষদের উদ্যোগে লেকভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪শে রমজান বৃহস্পতিবার আছরবাদ ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের আহবায়ক মোঃ আব্দুর রহমান(সাতক্ষীরা)। উক্ত ইফতার মাহফিলে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামিক গজল পরিবেশনার মাধ্যমে শুরু হয়েছে। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুছ। প্রধান মেহমান হিসাবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ সাবেক প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ এস জেড আতিক। আরোও বক্তব্য প্রদান করেন বিএমএ সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মনোয়ার হোসাইন, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যসোসিয়েশনের সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এ্যসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের সহযোগী অধ্যাপক, ডাঃ শেখ নাজমুস সাকীব। সাতক্ষীরা মেডিকেল কলেজের প্যাথলজিষ্ট সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শাহরিয়ার মামুন, সাতক্ষীরা সদর হাসপাতালের প্যাথলজিস্ট ডাঃ মোঃ দেলোয়ার হোসাইন।সাতক্ষীরা মেডিকেল কলেজের প্যাথলজিস্ট ডাঃ গাজী আব্দুস সাদিক (অপু), সাতক্ষীরা সদর হাসপাতালের ল্যাব ইনচার্জ রবীন্দ্রনাথ ঘোষ
আরও উপস্থিত ছিলেন এসডি হাসপাতাল সাতক্ষীরা এর ব্যাবস্থাপনা পরিচালক এ কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গাজী আব্দুল হাফিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল রেডিওলজী ইনচার্জ মোঃ আব্দুল হালিম, সাতক্ষীরা মেডিকেল কলেজের ল্যাব ইনচার্জ মোঃ শামীম ইকবাল, সদর হাসপাতাল সাতক্ষীরা রেডিওলজী ইনচার্জ মোঃ জাকির হোসেন সহ সাতক্ষীরা জেলায় সরকারী বেসরকারী হাসপাতালে কর্মরত সকল মেডিকেল টেকনোলজিস্ট বৃন্দ। উক্ত ইফতার মাহফিলে সঞ্চালনা করেন সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের যুগ্ন আহবায়ক মোঃ মিলন হোসেন, সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ সদস্য সচিব অংকুর বড়ুয়া এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ লুৎফর রহমান মুন্না।
প্রধান অতিথি অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুছ বলেন, নন টেকনোলজিস্ট দিয়ে কেউ যেন হসপিটাল প্যাথলজিক্যাল পরিক্ষা না করে, যখন আপনারা কোন হসপিটাল এ চাকুরিতে যোগদান করবেন, আপনাদের নিয়োগপত্র ও যোগদানপত্র আগে নিবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সাতক্ষীরার স্বাস্থ্যসেবা আরও একধাপ এগিয়ে যাবে।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সকল মেডিকেল টেকনোলজিস্টদের উদ্দেশ্য করে বলেন,অনতিবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন সহ পেশার মানোন্নয়নে একতাবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং সকল মেডিকেল টেকনোলজিস্টদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উক্ত ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নলতা ডায়াবেটিক এন্ড সিটি স্ক্যান সেন্টার লিঃ ল্যাব ইনচার্জ হাফেজ মোঃ আলমগীর হেসেন।