নওগাঁর সাপাহারে চার মুদি দোকানিকে জরিমানা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৩৮

সংবাদদাতা মির্জা তুষার আহমেদ, নওগাঁ: নওগাঁর সাপাহারে অনুমোদনহীন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চার মুদি দোকানি ও একটি ক্লিনিককে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার তিলনা মোড় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন। বিভিন্ন ধরনের অনুমোদনহীন উত্তেজক সিরাপসহ বিভিন্ন স্টেরয়েড সিরাপ বিক্রি ও গুদামজাত করছিল চার মুদি দোকান মালিক। এ অপরাধে চার দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন বলেন, অনুমোদন না থাকা সত্ত্বেও ল্যাব টেকনিশিয়ান কর্তৃক ব্লাড ট্রান্সফিউশন করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া ৪টি মুদি দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সিরাপগুলি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর, সাপাহার থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও সংবাদ