কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের বগি লাইনচ্যূতের ঘটনায় ৪দিনেও চালু হয়নি রেললাইন
হাবিবুর রহমান মুন্না,
জেলা প্রতিনিধি,কুমিল্লা।।
কুমিল্লার নাঙ্গলকোটের ঢুলিয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার চারদিন অতিবাহিত হলেও ক্ষতিগ্রস্ত আপ লাইনে ট্রেন চলাচল শুরু হয়নি। এখন পর্যন্ত একটি লাইনে ট্রেন চলাচল সচল রয়েছে। এতে করে চট্টগ্রামের সঙ্গে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও জামালপুর রেল যোগাযোগের ব্যবস্থা ধীরগতিতে হচ্ছে বলে জানা গেছে ।
রোববার (১৭ মার্চ) বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে বিজয় এক্সপ্রেসের ৯ টি বগি লাইনচ্যুত হয়। এদের মধ্যে তিনটি বগি ছিটকে গিয়ে ডাউন লাইনে গিয়ে পড়ে। এই সময় চট্টগ্রাম ও আখাউড়া থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলে ১৪ ঘণ্টা পর তিনটি বগি সরিয়ে ডাউন লাইনটি সচল করা হয়।
বুধবার (২০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন।
তিনি জানান, বুধবার রাত পর্যন্ত লাইনচ্যুত নয়টি বগির মধ্যে আটটি বগি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার
( ২১মার্চ) মধ্যে আরও একটি বগির উদ্ধার কাজ শেষ হবে। নয়টি বগি উদ্ধারের পর ক্ষতিগ্রস্ত আপ লাইনের মেরামত কাজ শুরু হবে। আগামী দুই তিন দিনের মধ্যে আপ লাইনের ক্ষতিগ্রস্ত ৫০০ মিটার লাইন মেরামতের কাজ শেষ হবে।
প্রসঙ্গত, রোববার (১৭ মার্চ) বেলা ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের ১৮টি বগির মধ্যে ইঞ্জিনের সঙ্গের ৯টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে যায়। এতে সারাদেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৫০০ মিটার রেললাইন।
ঘটনায় লাকসাম জিআরপি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হলে সন্দেহজনক ৪ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় লাকসাম রেলওয়ে থানা পুলিশ। পাশাপাশি এই ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে প্রতিবেদন দেয়া হবে বলে জানা যায়।