ভোলার দৌলতখানে জমি জবর দখলের চেষ্টা,থানায় হয়রানি মূলক অভিযোগ।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৬৮

ভোলা প্রতিনিধিঃ-ভোলা জেলার দৌলখান উপজেলার চরখলিফা ইউনিয়নে জমির প্রকৃত মালিকে নানা ভাবে হয়রানি করে ভূমি থেকে বিতারিত করার অভিযোগ করেছ বিবি আচিয়া নামক এক ভুক্তভোগী ও তার পরিবার। ভুক্তভোগীর বিবি আচিয়া (৪৮) স্বামী মোঃ নুরে আলম কাজী দৌলখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাজী বাড়ী স্থায়ী বাসিন্দা। ভূক্তভোগী আছিয়া জানান, তার বসত বাড়িতে ২৮ শতাংশ জমির ক্রয়সূত্রে প্রকৃতি মালিক হয় উক্ত ভূমি প্রায় ২৫ বছরে যাবত ভোগদখলে আছেন। অন্যদিকে একই বাড়ীতে প্রতিবেশী তরিকুল ইসলাম (৪৮) ও তার পরিবার ৬ শতাংশ জমির ক্রয়সূত্র প্রকৃতি মালিক হয়ে উক্ত ভূমিতে ভোগদখলেও রয়েছেন। কিন্ত প্রতিবেশী তরিকুল ইসলাম তার ক্রয়কৃত ৬ শতাংশে বসবাস করার পরেও ভুক্তভোগী আচিয়ার (৪৮) বাড়ির মধ্যে থাকা কিছু জমি জবর দখলের অপচেষ্টা দীর্ঘ্য দিন ধরে চালিয়ে আসছেন। ভুক্তভোগী আচিয়া অভিযোগ করে আরো বলেন, প্রতিবেশী তরিকুল ইসলাম ও তার ছেলে সাব্বির আহমেদ(২৪) তাদের সামনে থাকা ভুক্তভোগীর কিছু জমি বিগত ২৮/০৪/২০২৩ ইং সালে জোরপূর্বক জবরদখলের চেষ্টা চালায়। ভুক্তভোগী আছিয়া ও তার পরিবার জোরপূর্বক জমি জবরদখল করতে বাধা দিলে, অভিযুক্ত তরিকুল ইসলাম ও তার ছেলে সাব্বির আহমেদ ভুক্তভোগীকে অসদাচরণ করেন ও মারধরের চেষ্টা চালায়। বিষয়টি ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করেন। এছাড়াও ইতিপূর্বে রাতের আঁধারে বেশ কয়েকবার ভুক্তভোগীর জমি জবরদখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় অভিযুক্ত তরিকুল ইসলাম ও তার পরিবার ঠিক এমনটি অভিযোগ করেন স্থানীয় বেশ কয়েকজন। জানাযায়, উক্ত বিরোধীয় জমিতে জবরদখলসহ নানাবিধ কারণে ভুক্তভোগী আচিয়া গত কয়েকদিন আগে উক্ত জমিতে একখানা বৈঠকখানা নির্মাণের কাজ শুরু করলে, অভিযুক্ত তরিকুল ইসলাম ভুক্তভোগী কে কাজ বন্ধ করার জন্য হুমকি ধামকি প্রদান করে, ভুক্তভোগীও তার পরিবার কাজ বন্ধ না হতে চাইলে, অভিযুক্ত তরিকুল ইসলাম ভুক্তভোগী আচিয়াকে (৪৫) প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেয় এবং অভিযুক্ত তরিকুল ইসলাম বক্তব্য কি কে মিথ্যা মামলা মোকদ্দমার জড়ানোসহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন।
অবশেষে ভুক্তভোগী ও তার পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে, অভিযুক্ত তরিকুল ইসলাম (৪৮) দৌলতখান থানায় গিয়ে একখানা হয়রানি মূলক অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত তরিকুলের লিখিত অভিযোগ পত্রখানা বিষয়ে দৌলতখান থানা থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এস আই দুলাল জানান, আমি উক্ত অভিযোগ সরজমিনে তদন্ত করি। অভিযুক্ত তরিকুল উক্ত বিরোধী জমির প্রকৃত মালিক নয়, তরিকুল ইসলাম কোন কাগজপত্র নেই তার অভিযোগটি ভিত্তিহীন ও হয়রানি মূলক।। ৬ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক অভিযুক্ত তরিকুল তবে ওই জমি তরিকুল ভোগদখলেও রয়েছেন। বিষয়টি নিয়ে দৌলতখান থানার ওসির নিকট জানতে চাইলে তিনি জানান, যেহেতু পুলিশ সরজমিনে তদন্ত করে দেখেছে তরিকুল ইসলাম অভিযোগ খানা ভিত্তিহীন সুতরাং এ বিষয়ে অপরপক্ষ ভূমি জবরদখল কিংবা নানাবিধ হয়রানির বিষয়ে অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য উক্ত জমি জবরদখলের নিয়ে ভূমি অপরাধ আইন ২০২৩ অনুযাই অভিযুক্ত তরিকুল ও তার পরিবারের কয়েজনকে আসামি করে, ভূমি দস্যু অপরাধে অভিযুক্ত করে জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটে, ভোলার নিকট মামলা দায়ের করেন ভুক্তভোগী আচিয়া (৪৫)। ভুক্তভোগী আচিয়া(৪৫) ভূমি অপরাধ আইনে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এই বিভাগের আরও সংবাদ