ঐতিহ্যবাহী বনশ্রী শিক্ষা নিকেতন মাঃবিদ্যাঃ এসএসসি পরীক্ষার্থীদের অশ্রুসিক্ত বিদায়।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৫০

মোঃ ফরিদ উদ্দিন বিশেষ প্রতিনিধি।

মাধ্যমিক শিক্ষার ঐতিহ্যবাহী ও গৌরব বহনকারী শিক্ষাঙ্গন হিসেবে খ্যাত বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় ১৯৬৪ ইং সাল থেকে অদ্যাবধি আজ পর্যন্ত শিক্ষা বিস্তারে অন্যান্য ভূমিকা পালন করে চলেছে। উল্লেখ্য -১৯৬৪ সালে জনাব মনির উদ্দিন শেখ স্কুল টি প্রতিষ্ঠা করেন।
প্রতি বছরের ন্যায় এ বছরও বিজ্ঞান বিভাগ থেকে -২৪ জন মানবিক বিভাগের -৩২ জন এবং বানিজ্য বিভাগের -১০ জন ছত্র ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
আজ ৫ ফেব্রুয়ারি-২০২৪ ইং রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় স্কুলের হল রুমে ছাএ, অভিবাবক, সম্মানিত শিক্ষক, স্কুল পরিচালনা কমিটি ,গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতে অশ্রশিক্ত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

- Advertisement -

অএ প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব আঃ রহমান স্যারের পরিচালনায় পবিত্র মহাগ্ৰন্থ আল-কোরআন ,গিতা পাঠ ও মনমগ্ধকর জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিদায়ী শিক্ষার্থীরা- স্মৃতি চারণ করে দোয়া চেয়ে বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব আঃ করিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান অসীম কুমার মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আঃ মাজেদ মোড়ল, জনাব রবিউল ইসলাম
সাংবাদিক মোঃ ফরিদ উদ্দিন সাবেক শিক্ষাকগন,
স্কুল পরিচালনা কমিটির সদস্য বৃন্দ অভিভাবক গন সন্মানিত শিক্ষাক গন ।

এই বিভাগের আরও সংবাদ