হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে বরেন্দ্র অঞ্চলে বোরো ধান রোপনে ব্যস্ত চাষিরা
মির্জা তুষার আহমেদ নওগাঁ।
হাড়ভাঙ্গা শীতকে উপেক্ষা করে বরেন্দ্র অঞ্চলের চাষিরা বোরো ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন। তীব্র শৈত্য প্রবাহের কারণে জেলায় বেশ কিছু বীজতলা নষ্ট হলেও এবং বাজারে কৃষি উপকরণ সার, তেল পর্যাপ্ত সরবরাহ ও ধানের দাম ভালো থাকায় চলতি মৌসুমে বোরো চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এবছর লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে বোরো চাষ হবে বলে সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তর মনে করছেন। প্রচণ্ড শীত উপেক্ষা করে জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে বোরো রোপন এবং বীজতলা থেকে
চারা উত্তোলনের কাজ। অবস্থাদৃষ্টে মনে হয়, এসব কৃষি শ্রমিকদের তীব্র শৈত্যপ্রবাহ যেন স্পর্শ করছেনা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবু হোসেন জানান, চলতি বোরো মৌসুমে নওগাঁ জেলায় ১ লাখ ৮৪ হাজার ৬৪৯ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধান করা হয়েছে। এ পরিমান জমিতে বোরো চাষ করতে ৯ হাজার ১২৩হেক্টর জমিতে বীজতলা তৈরীর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়।সে ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ হাজার ৭৬০ হেক্টর জমিতে বীজতলা তৈরী করা হয়েছে।