শ্যামনগরে আদি যমুনা খনন করার লক্ষ্যে খালের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ।
আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নের একমাত্র পানি নিষ্কাশনের পথ আদি যমুনা খাল এটি দীর্ঘদিন খনন না করার ফলে দুর্ভোগের শিকার হতে হয় পুরো ইউনিয়নের মানুষের।
আজ ৬ জুন মঙ্গলবার বিকাল ৪ টায় নাকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে থেকে এসকোভেটর মেশিন দিয়ে উচ্ছেদ অভিযান শুরু করেন।
সরকারি জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আক্তার হোসেন, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড.জহুরুল হায়দার বাবু,
জানাযায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই যমুনা নদী খনন নিয়ে শ্যামনগরের মানুষ সব থেকে বেশি লেখালেখি করেছেন