টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৭২

মোঃ শহিদুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক বন্ধু আহত হয়েছেন।

রোববার (৪ জুন) সকাল ১১টার দিকে গারোবাজার-কাকরাইদ সড়কের হাজিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার টেঁপি কুশারিয়া গ্রামের সুরুজ আলীর ছেলে সাব্বির ও একই গ্রামের রমজান আলীর ছেলে হাবিব।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিন বন্ধু হাবিব, সাদিক ও সাব্বির মধুপুর রাবার বাগান দেখে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। তাদের মোটরসাইকেল গারোবাজার-কাকরাইদ সড়কের হাজিবাড়ি মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই হাবিব ও সাব্বিরের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সাদিককে উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আলোকদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজহারুল ইসলাম জানান, লাশ দুটি পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও সংবাদ