রাতের অন্ধকারে সরকারি খাস জায়গা দখলের অভিযোগ।
বিশেষ প্রতিনিধি শ্যামনগর ।
শ্যামনগর উপজেলার কলবাড়ী ব্রিজ সংলগ্ন পূর্ব পাশে এ্যপ্রোস এর রাস্তা সংরক্ষণের পিলার রাতে কে বা কারা একটির সম্পূর্ণ প্রায় ভেঙে ফেলেছে এবং অন্য একটি পিলারের কিছু অংশ ভেঙেছে। উল্লেখ্য পিলারের পাশে পান খালি শহিদুল ইসলাম সরকারি খাস জায়গায় একটি পাকা ঘর করছিল। বিষয়টি জানার পর তৎকালীন শ্যামনগর সরকারি কমিশনার ভূমি কাজটি বন্ধ করে লাল ফ্লাগ টানিয়ে দেন। এলাকাবাসীর ধারনা শহিদুল পুনরায় ঘরটি করার জন্য চেষ্টা করছে। তার ওই ঘরের যাতায়াতের পথ উন্মুক্ত রাখতে রাতারাতি পিলারটি ভাঙতে পারে। এঘটনায় উপজেলা নির্বাহী অফিসার ও শ্যামনগর সরকারি কমিশনার ভূমি এর দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।