শ্যামনগরে ডাম্পার গাড়ি ও লাইসেন্স বিহিন ইটভাটা বন্ধের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান।
শ্যামনগরে ডাম্পার গাড়ি ও লাইসেন্স বিহিন ইটভাটা বন্ধের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান।
মোঃ ফরিদ উদ্দিন
বিশেষ প্রতিনিধিঃ শ্যামনগর সাংবাদিক ঐক্যের আহবানে ১৫ মার্চ(বুধবার) সকাল ১১টায় শ্যামনগর মাইক্রো স্ট্যান্ডে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, শ্যামনগর উপজেলা নিউজ ক্লাব, উপজেলা রিপোর্টার্স ক্লাব, সুন্দরবন প্রেসক্লাব , উপকূলীয় প্রেসক্লাব শ্যামনগরের সকল সাংবাদিক গন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন , মানব অধিকারকর্মী, সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর। মানববন্ধন শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর,। বক্তব্য রাখেন ৭১ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি বাবু বরুন ব্যানার্জি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, সাবেক সাধারণ সম্পাদক এসকে সিরাজ, শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, শ্যামনগর উপজেলার নিউজ ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরিদ উদ্দিন শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম,ও সাহেব রেজা, শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি জি এম রহমত আলী, শ্যামনগর যুব সংগঠনের শরুথ টিম এর পরিচালক এস এম জান্নাতুল নাঈম,। বক্তাগণ অনতিবিলম্বে ফিটনেস বিহিন রাস্তা ধ্বংসকারী ডাম্পার গাড়ী চলাচল বন্দ সহ লাইসেন্স বিহিন ও জনবসতি,এবং শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরিবেশ বিনষ্টকারি ইটভাটা বন্ধের দাবি জানানো হয়। ৩ কোটি ৩৬ লক্ষ্য টাকা ব্যয়ে কালিগঞ্জ থেকে শ্যামনগরের কিছু অংশ যমুনা খাল খলনে সিদ্দিকুর রহমান বকুলের তেলের পাম্প বাঁচাতে যারা অসহায় মানুষের দিকে ঘুরিয়ে খাল খনন করছে। তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ ছাড়া প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করলে সাংবাদিক ঐকের মাধ্যমে কঠোর কর্মসূচি প্রদান করার দাবি করা হয়। মানববন্ধন শেষে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে উপকূলীয় প্রেসক্লাব, সুন্দরবন প্রেসক্লাব, ভেটখালী রিপোর্টার্স ক্লাব, উপজেলা অনলাইন নিউজ ক্লাব, শ্যামনগর রিপোর্টার্স ক্লাব, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সহ নূরনগর এর সাংবাদিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যুব সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন ও রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি স,ম ওসমান গনী সোহাগ ।