অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর মৃত্যুবরণকারী সকল সদস্যদের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ মোনাজা
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর মৃত্যুবরণকারী সকল সদস্যদের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ মোনাজাত।
ডেক্স রিপোর্ট: ঢাকা
গত-১০ -০৩-২০২৩ রোজ শুক্রবার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি অসকস বাংলাদেশ কেন্দ্রীয় কার্যালয় মাটিকাটা ঢাকা ক্যান্টনমেন্ট অফিসে কেন্দ্রীয় কমিটির সভাপতি সার্জেন্ট অবঃ মুহাম্মদ আহসান হাকিম সিএমপি এর সভাপতিত্বে ঢাকায় উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ/ঢাকা মহানগরের সম্মানিত সদস্যদের উপস্থিতিতে নিয়মিত মাসিক মিটিং অনুষ্ঠিত হয়।, গত ১৭ই ফেব্রুয়ারি প্রয়াত পিরোজপুর জেলা শাখার সভাপতি ল্যাঃ কর্পোরাল মরহুম আবদুল্লাহ মৃধা ও বিভিন্ন সময় মৃত্যু বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত এবং সকল অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে মরহুম ল্যাঃ কর্পোরাল অবঃ আবদুল্লাহ মৃধার ছেলে আব্দুল্লাহ আল মারুফ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার অবঃ শাহ আলম আনসারী, ঢাকা মহানগরের কার্য নির্বাহী উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার অবঃ ইসহাক মিয়া,, সার্জেন্ট অবঃ এবি সিদ্দিক, কেন্দ্রীয় সহ সভাপতি,, সার্জেন্ট অবঃ ডি এম সামসুদ্দীন কেন্দ্রীয় সহ-সভাপতি, কর্পোরাল অবঃ দেলোয়ার কেন্দ্রীয় সহ-সভাপতি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জেন্ট অবঃ আবু শামা অর্ডন্যান্স,সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি।
উপস্থিত ছিলেন সার্জেন্ট অবঃ কাইয়ুম মিয়া কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কর্পোরাল এ্যাডভোকেট অব: খলিলুর,, সার্জেন্ট অবঃ সেলিম দপ্তর সম্পাদক,, সার্জেন্ট অবঃ এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম আইন বিষয়ক সম্পাদক,, কর্পোরাল অবঃ জাহাঙ্গীর,, সার্জেন্ট অবঃ রাশেদুল সিনিয়র সহ সভাপতি ঢাকা মহানগর,, সার্জেন্ট অবঃ ওমর ফারুক সভাপতি খিলগাঁও থানা,, সার্জেন্ট অবঃ এমদাদুল হক,, সার্জেন্ট অবঃ আতিয়ার সাধারণ সম্পাদক ক্যান্টনমেন্ট থানা,, সার্জেন্ট অবঃ জহুরুল সাংগঠনিক সম্পাদক ভাষানটেক, সার্জেন্ট শ্যামল সহ অন্যান্য সম্মানিত সদস্যগণ মোনাজাত শেষে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।