শ্যামনগরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
আব্দুল আলিমঃ শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ
শ্যামনগরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সকল শিক্ষকদের সমন্বয়ে র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ এ,কে,এম আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রফেসর সাইদুজ্জামান সাঈদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, নওয়াবেকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আব্দুল মান্নান, নকিপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।