কাশিমাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
২৬৫

বিশেষ প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গাজী বাড়ী ঐতিহাসিক ঘোড় দৌড় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই ২০২২) বিকাল সাড়ে ৪টায় কাশিমাড়ী বাসীর আয়োজনে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় শ্যামনগর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও ২নং কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিস।

এ প্রতিযোগিতায় ০৭ টি ঘোড়া অংশ নেয়। এর মধ্যে ওসমান চৌধুরী ঘোড়া পাখি প্রথম স্থান অধিকার করে। এই ঘোড়া দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে পায়ে হেঁটে ও স্থানীয় যানবাহনে চড়ে কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু গোবিন্দপুর গাজী বাড়ী ঘোড়া দৌড় বিলে উপস্থিত হন।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ