কালীগঞ্জে বাগদা পুশ অভিযানে ইউএনও উজিরপুরের নেতা রশিদ হাফিজুলকে ১৫ দিনের কারাদণ্ড ৫০হাজার টাকা জরিমানা

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৪২০

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি : দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিউজের জের ধরে  কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে বাগদা মাছের পুশ ব্যবসায়ী নেতা রশিদ, হাফিজুল ইসলামকে বাগদা মাছের অপদ্রব্য পুশের অপরাধে  ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত ১৯/৪/২২ তারিখে মঙ্গলবার দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকায় প্রথম পেজে  ” কালিগঞ্জ উজিরপুরে নেতা রশিদের দাপটে বাগদা মাছের পুশের মেলা নীরব ভূমিকায় কর্তারা ” 

- Advertisement -

শিরোনামে নিউজ প্রকাশিত হয়। তারই জের ধরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৎ চতুর নির্ভীক খন্দকার রবিউল ইসলাম। কালিগঞ্জ উজিরপুর মৎস্য বাজারে ২০/৪/২২ তারিখে দুপুর ১২.৪৫ মিনিটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় উজিরপুর গ্রামের আরশাদ আলী (নুনু) পুত্র, নেতা রশিদ, ঘুসুড়ি গ্রামের বারী গাজীর পুত্র হাফিজুল ইসলাম কে বাগদা মাছে অপদ্রব্য পুশ রত অবস্থায় হাতেনাতে আটক করে। এ সময় উদ্ধার করেন  অনেকগুলো সিলিন্স এবং ভাতের মাড় বিষাক্ত সোডা ও পুশের নানান সামগ্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম  অপদ্রব্য পুশকৃত লক্ষাধিক টাকার বাগদা মাছ জনো প্রকাশ্যে কেরাসিন প্রয়োগ করে গাড়ির চাকা দিয়ে পিষ্ট করে বিনষ্ট করে। এবং নেতা রশিদ হাফিজুল ইসলাম কে পুশের অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের আগমুহূর্ত পর্যন্ত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বিশেষ প্রতিনিধি, জাতীয় দৈনিক সময়, গণ টিভির নিজস্ব প্রতিনিধি সাংবাদিক জিএম মামুন নিউজ প্রকাশ করায় বাগদা মাছের পুশ ব্যবসায়ীদের গাত্রদাহ শুরু হয়। পুশ ব্যবসায়ীদের (সাবেক সভাপতি) বর্তমান উজিরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক (কুচে, পুশ বাগদা) ব্যবসায়ী আব্দুল সালাম, পুশ বাগদা ব্যবসায়ী আনন্দ কুমারের বরাতে  জিএম মামুনের মোবাইলে ফোন দিয়ে  বিভিন্ন রকমের আস্ফলন দেখান।
 ভ্রাম্যমান আদালত চলাকালীন উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, সাতক্ষীরা জেলা নিরাপদ কর্মকর্তা মোখলেছুর রহমান, কালিগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন। কালীগঞ্জ উপজেলায় প্রতিটি মৎস্য সেট সহ বাগদা মাছে অপদ্রব্য পুশ হচ্ছে যেকোনো স্থানে অভিযান অব্যাহত থাকবে। আমি কালিগঞ্জ উপজেলার কোন প্রকার দূর্ণীতি অন্যায় সাথে আপস করব না। যেখানেই অপরাধ সংঘটিত হবে সেখানেই অভিযান চলবে।

এই বিভাগের আরও সংবাদ