কালিগঞ্জ মথুরেশপুর ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন
জি এম মামুন নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুরে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোদাচ্ছের রহমান। সহকারী প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুল জলিল। সহকারী প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মেহেরুন্নেসা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল চারটায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিমের সভাপতিত্বে ইউপি সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে
প্যানেল চেয়ারম্যানও সহকারি প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। নির্বাচনে ১২ জন ইউপি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারজন প্রতীদ্বন্দীর মধ্যে তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোদাচ্ছের রহমান ১১ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সহকারি প্যানেল চেয়ারম্যানের মধ্যে চার জন প্রতীদ্বন্দীর মধ্যে আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিএম আব্দুল জলিল চার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
১২টি ভোটের মধ্যে আট নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য জিএম আব্দুল জলিল (৪) ভোট পেয়ে সহকারি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এছাড়া ইউপি সদস্য মেহেরুনন্নেসা (৬) কে সহকারি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মথুরেশপুর ইউনিয়নে নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যানও সহকারি প্যানেল চেয়ারম্যানরা সাংবাদিকদের জানান, আগামী পাঁচ বছর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের নির্দেশনা অনুযায়ী তারা যথাযত ভাবে দায়িত্ব পালন করবেন।