হাতীবান্ধায় ধানের বস্তায় মিললো ফেনসিডিল আটক ১
মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধ।
লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যান চালকসহ ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
রবিবার(৩০) জানুয়ারী দুপুরে হাতীবান্ধা উপজেলার আলিফ মোড় এলাকা থেকে আটক করা হয়।
আটক ভ্যান চালক আশরাফ আলী (৩০) উপজেলার উত্তর সিংগীমারী এলাকার ওয়াজেদ আলীর পুত্র।
হাতীবান্ধা থানার উপ পরিদর্শক( এস আই)সুকুমার রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানিতে পারি যে মাদকের একটি চালায় আলিফ মোড় দিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছে। সে সংবাদের ভিত্তিতেই আমরা ধান সহ ভ্যানটিকে আটক করি। থানায় নিয়ে ধানের বস্তা খুলে আমরা ৫০ টি ভারতীয় ফেনসিডিলের বোতল পাই।
আটক আশরাফ আলীর বাবা ওয়াজেদ আলী বলেন, আমি ও আমার ছেলে জমিতে কাজ করছিলাম। বাজারে ধান নেওয়ার জন্য স্থানীয় আলমগীর আমার ছেলেকে ডেকে নিয়ে যায়৷ কিছুক্ষন পরে জানতে পারি আমার ছেলেকে পুলিশ আটক করেছে।
আমার ছেলে এবং আমি নিজেও ভ্যান চালিয়ে সংসারের খরচ চালাই। আমার ছেলে কোন ভাবেই মাদকপরিবহনের সাথে জড়িত নয় । ফেনসিডিল গুলো আলমগীর এর বলে তিনি দাবী করেন। আলমগীর পূর্বসারডুবী এলাকার আলতাফ আলীর পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল একটি অটোভ্যান সহ চালক আশরাফ আলী আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসা শেষে আগামীকাল সকালে জেল হাজতে প্রেরণ করা