দুর্যোগ ব্যবস্থাপনা ও এসওডি এর আলোকে দ্বায়িত্ব, কর্তব্য বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণ
গাজী আদনান: নিজেস্ব প্রতিনিধি
১৩ জানুয়ারি (বৃহস্পতিবার ) বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুল রউফ এর সভাপতিত্বে- ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃ দ্ধি প্রকল্প ইউ এস এ আই ডির (USAID) এর ব্যুরো ফর হিউম্যানিটারিয়ন অ্যাসিস্টান্স, কার্যক্রম দূর্যোগ ব্যাবস্থাপনা ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মধ্যে এস ওডির আলোকে দ্বায়িত্ব ও কতব্য বিয়ষক রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ০৯ নং বুড়িগোয়ালিনি ইউনিয়নের ইউপি সচিব মোঃরিয়াজুল ইসলাম ইউপি সদস্য কৃষ্ণপদ মন্ডল,স্বপন মন্ডল, স্বপন হালদার,রশীদ গাজী, মহিলা মলিনা রাণী, খাদিজা আক্তার উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের সি ডি এফ দেবব্রত মন্ডল । প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন ০৯ নং বুড়িগোয়ালিনি ইউনিয়নের ওয়ার্ড ডি এম সি (WDMC/UDMC) সদস্যগন। সভা পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশনের বি এইচ এ প্রকল্পের প্রকল্প অফিসার দীপংকর সাহা.