চরভদ্রাসনে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত
সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
” ডিজিটাল বাংলাদেশ অর্জন উপকৃত সকল জনগণ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চম বারের মত রবিবার ১২ ই ডিসেম্বর সারাদেশের মতো ফরিদপুরের চরভদ্রাসনে উদযাপিত হয়েছে ডিজিটাল ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১।
দিবসটি উপলক্ষে রবিবার ১২ই ডিসেম্বর সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ বর্ণাঢ্য রেলী, আলোচনা সভা, উপস্থিত বক্তৃতা, আবৃতি, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাংকনে আয়োজন করা হয়। আলোচনা সভা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জিয়াউল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি জয়নাল আবেদিন কামাল, শিক্ষিকা শিরিন সুলতানা, মৌলভীর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন আহমেদ, চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম চরভদ্রাসন প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা মৎস্য অফিসার মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ১২ বছরের সাফল্য অর্জন তুলে ধরা হয়।