নীলফামারীতে জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
স্টাফ রিপোর্টার:( মাইদুল ইসলাম জেলা নীলফামারী) জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো জেলার রাজস্ব সম্মেলন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়ুজ্জামান। এ সময় জেলা রাজস্ব আদায় কার্যক্রম, খাসজমি, ব্যবস্থাপনা, নামজারি, হোল্ডিং ট্যাক্স আদায় ও সেবার মনোনয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়ুজ্জামান মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,”ভূমি ও রাজস্ব খাত জনগণের সরকারি সেবার সঙ্গে সম্পৃক্ত। সেবা প্রদানে স্বচ্ছতা, মানবিকতা ও আইনি প্রক্রিয়ার যথাযথ অনুসরণ নিশ্চিত করতে হবে।”তিনি ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার নির্ভুল তথ্য সংরক্ষণ এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিতকরণে কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বরোপ করেন। এছাড়াও সম্মেলনে মাঠ পর্যায়ে ভুমি সেবা কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভবিষ্যতে রাজস্ব আদায়ে আরো গতিশীলতা আনতে মাঠ পর্যায়ে সমন্বিত তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়।
রাজস্ব সম্মেলনে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে নির্দেশনা প্রদান করা হয়েছে।