সাভারের আমিন বাজার থেকে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই।

রাকিবুল ইসলাম রঞ্জু:
ঢাকার সাভার উপজেলাধীন আমিনবাজার বাসস্ট্যান্ড থেকে ৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফারি ইনচার্জ এস আই ফয়সাল আলম, এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাত আনুমানিক ১১ সময় আমিনবাজার বাসস্ট্যান্ড তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা সহ বিউটি বেগম ও ফোরকান মিয়া নামে দুই জনকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের নামে মাদক আইনে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পেরণ করে সাভার মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া।