পোরশায় আম চুরি করতে এসে চাঁপাইনবাবগঞ্জের দুই চোর আটক

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর পোরশায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছেন দুই চোর। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সংকরবাতি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান (২৫) ও একই এলাকার দাড়িয়াপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে একেএম বাদরুল আলম (৪৮)।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত গভীর রাতে আটককৃত দুজন ২টি ট্রাক্টর ও তাদের সংঘবদ্ধ প্রায় অর্ধশতাধিক সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে পোরশা উপজেলার ঘাটনগর ইউপির বড়গ্রামে।

- Advertisement -

তারা ওই এলাকার ডা. সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরি করতে শুরু করে। পাহারাদার টেরপেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান। বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে। অভিযানের টেরপেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা। এ সময় ঘটনাস্থল থেকে ২টি ট্রাক্টর ও ৭০ক্যারেট আম জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর ছিদ্দিক জানান, এ ঘটনায় বাগান মালিক ডা. সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটককৃতদের জেলহাজতে পাঠানোর প্রস্ততি চলছে বলেও তিনি জানান।

এই বিভাগের আরও সংবাদ