মান্দায় এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু
প্রতিনিধি
মির্জা তুষার আহমেদ
নওগাঁর মান্দায় ঘাস ক্ষেতের মধ্যে এক অজ্ঞাত বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার আনুমানিক বিকাল ৩ টার দিকে এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ লাশের কোন পরিচয় সনাক্ত করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর (নিমবাড়িয়া) গ্রামের পাগলিতলা নামক স্থানে নিজ জমিতে গরুর জন্য ঘাস (চাষ করা ঘাস) কাটতে যান মোঃ রাজু আহমেদ। সেই ঘাসের ভেতর অজ্ঞাত বৃদ্ধার পা টা নজরে আসে। তখন কাছে গিয়ে দেখতে পায় একটি লাশ সেখানে পড়ে আছে। তাৎক্ষণিক ভাবে সে মুঠোফোন থেকে স্থানীয় ইউপি সদস্য হারুনকে জানালে সে মান্দা থানায় তৎক্ষণিক সংবাদ টা জানিয়ে দেয় । সংবাদ পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় শনাক্তসহ লাশটি উদ্ধার করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর -এ আলম সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমি এসেছি। তবে এখন পর্যন্ত এই লাশের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। এবিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।