সামিউল করিমের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ৭ম শ্রেণির ছাত্র সামিউল করিমের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেছে বিমান বাহিনী। শনিবার (২৬ জুলাই) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সামিউল করিমের কবরে শ্রদ্ধা জানান বিমান বাহিনীর সদস্যরা।বিমান বাহিনীর প্রধানের পক্ষে বরিশাল রাডার ইউনিটের কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন মির্জা নাজমুল কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিকেল ৪টার দিকে সামিউল করিমের গ্রামের বাড়িতে পৌঁছায়। প্রথমেই তারা নিহত সামিউলের পিতা-মাতা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। এসময় তারা কান্নায় ভেঙে পড়েন। তাদেরকে সান্ত্বনা দেন বিমান বাহিনীর সদস্যরা। আশ্বাস দেন ঘটনার সঠিক তদন্তের।পরে বিমান বাহিনীর পক্ষ থেকে সামিউল করিমের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাজ্ঞাপন শেষে সামিউল করিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও সংবাদ