সাভারে সরকার ঘোষিত দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাধারণ শিক্ষার্থীরা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৯০

রাকিবুল ইসলাম রঞ্জু সাভার ঢাকা: তারা সাভারের বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ঘুরে পর্যবেক্ষণ এর মাধ্যমে বাজার মনিটরিং করে এবং বিভিন্ন আড়ৎ-এ ন্যায্য মূল্য তালিকা নির্ধারণ করে টাঙিয়ে দেয়। এসময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্যবৃন্দ শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য মো:ইব্রাহিম শেখ বিপ্লব,তুষার খান,জাহিদ হাসান জুয়েল,সাবিকুন নাহার,শামীম হাসান,অর্পিতা সরকার অর্পি,আখি আক্তার জুঁই,সাবরিনা আক্তার,হেলেনা আক্তার হাসি,তানিয়া আক্তার খুশি,রাহুল খান,নয়ন,লাম্মি আক্তার রজনী,রামিম হাসান,রকিবুল ইসলাম রাজন,লাবণ্য আক্তার লিজা
সাফা সহ উপস্থিত আরো অনেকে ছিলেন

এই বিভাগের আরও সংবাদ