সাফল্যের ৪র্থ বছরে মনপুরায় ইসলামী ব্যাংক !!

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
৯৯

ভোলা প্রতিনিধিঃ- ভোলা জেলার মনপুরা উপজেলায় ইসলামী ব্যাংক হাজিরহাট আউটলেটের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা এবং দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ ০২ মে, ২০২৩ মঙ্গলবার ব্যাংকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, ব্যাংকের এজেন্ট, হাজিরহাট আউটলেট এবং সাকুচিয়া (বাংলাবাজার) আউটলেটের ইনচার্জসহ সকল কর্মকর্তা, কর্মচারী এবং মাস্টার এন্টারপ্রাইজ এর অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন মনপুরা আইডিয়াল একডেমীর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল জনাব আরিফুর রহমান চৌধুরী, মনপুরা সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা মোঃ শাজাহান, ইসলামী ব্যাংকের এজেন্ট এবং ইনচার্জ জনাব মোঃ হুমায়ুন কবির, সাকুচিয়া (বাংলাবাজার) আউটলেটের ইনচার্জ জনাব মোঃ কামাল হোসেন প্রমুখ। বক্তগণ তাদের বক্তব্যে মনপুরায় ইসলামী ব্যাংকের আন্তরিক সেবার প্রশংসা করেন এবং তাদের প্রত্যাশা তুলে ধরেন। হাজিরহাট আউলেটের এজেন্ট এবং ইনচার্জ মো হুমায়ুন কবির বলেন, ইসলামী ব্যাংক আন্তরিক গ্রাহক সেবায় বাংলাদেশের রোল মডেল।

উল্লেখ্য ২০১৯ সালের ২ মে মনপুরায় ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। বিদ্যুৎ সংকট, নেটওয়ার্ক সংকট থাকা সত্বেও অত্যন্ত সুনামের সাথে দীর্ঘ চার বছর মনপুরায় ইসলামী ব্যাংকের হাজির হাট আউটলেট গ্রাহক সেবা দিয়ে আসছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ