শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন অফিসার ইনচার্জ তাইজুর রহমান।
আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ
সোমবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামিউল আজম মুনিরের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে শারদীয় দুর্গা উৎসবের আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ তাইজুর রহমান।
এসময় তিনি বলেন, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বারটি ইউনিয়নে ৬৫টি পূজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে, ইতিমধ্যে আমি প্রায় সকল পূজা মন্ডপ পরিদর্শন করেছিএবং উক্ত মন্দিরের পূজা কমিটির সাথে মতবিনিময় করেছি। সরজমিনের সকল পূজা মন্ডপ পরিদর্শন কালে মনে হয়েছে আইন-শৃঙ্খলা সুন্দর এবং সুষ্ঠ থাকবে, আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কার্যক্রম যাতে না ঘটে সে বিষয়ে তিনি শ্যামনগরের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন তথ্য থাকলে তিনি সাংবাদিকদের তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ করেছেন। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।