শ্যামনগরে হাটছালা একতা যুব সংঘের উদ্দোগে নারী দিবস পালিত।

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট
১৫

আব্দুল আলিমঃ নিজস্ব প্রতিনিধিঃ

তুমি তো শক্তি হে নারী নিজের আত্মবিশ্বাসের উপর নির্ভর করে এগিয়ে চলো। নারীর সম অধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে শ্যামনগর হাটছালা একতা যুব সংঘের উদ্যোগে ও নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালীর আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় হাটছালা একতা যুব সংঘের সাধারণ সম্পাদক বাবু ভবোতষ বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ খালেদা আয়ুব ডলি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং ভূরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাফরুল আলম বাবু এছাড়া হাটছালা একতা যুব সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন। 

- Advertisement -

বক্তারা বলেন, বাপের ঘরে লক্ষী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণ।নারীর প্রতি সহনশীল হতে হবে নারী কে সম্মান জানাতে হবে, নারীর কাজকে মূল্যায়ন করতে হবে। বক্তারা আরো বলেন আমরা নারী আমরাই পারি সুন্দর দেশ গড়তে। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী নারীকে আরো সচেতন হতে হবে এবং নারীকে আরো প্রযুক্তি ব্যবহার করা হবে তাহলে উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

এই বিভাগের আরও সংবাদ