শ্যামনগরে সড়কে অবৈধ স্থাপনা সরাতে ইউএনওর অভিযান

আব্দুল আলিম,শ্যামনগরঃ
সাতক্ষীরার শ্যামনগরের সবচেয়ে জনগুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধা সড়কের দীর্ঘদিনের সমস্যা জানজট কমাতে রাস্তায় নামলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। মঙ্গলবার সকালে তিনি রাস্তায় নেমে সড়কের উপরে থাকা ভ্যান, ইজিবাইক মটরসাইকেল সহ দোকান পাঠ ও অবৈধ অন্যান্য স্থাপনা সরাতে দিন ভর রাস্তায় পড়ে সচেতনতা করার পাশাপাশি রাস্তার সকল যান বাহন সরানোর জোর নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি সাফ জানিয়ে দেন কোন প্রকার রাস্তায় জানজট থাকবে না। যারা জানজট সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপজেলা পরিষদে সম্মুখের সড়ক সহ চৌ-রাস্তার আশপাশের ব্যবসায়ী ও সকল সাধারন যান বাহন শ্রমিকদের সাথে মতবিনিময় করে তাদেরকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন তিনি। ইউএনও মোছাঃ রনি খাতুনের পরামর্শ গ্রহন পূর্বক ব্যবসায়ী ও ভ্যান ইজিবাইক শ্রমিকরা এর পর থেকে জানজট যাতে না হয়, সে জন্য সজাগ থাকবেন বলে জানিয়েছেন তারা। এছাড়া এরোডে রয়েছে হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, স্কুল সহ অসংখ্য নানা প্রতিষ্ঠান। তবে সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন সকলের সুদৃষ্টি কামনা করেছেন। এধরনের উদ্যোগে সাধারন মানুষ খুবই উপকৃত হবে কিন্তু এটি মাঝে মধ্যে করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ রাশেদ হোসাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন বলেন, সাধারন মানুষের সাথে নিয়ে কাজ করতে চাই, এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।